Kamal Image ধানের শীষে কোটচাঁদপুর-মহেশপুরে আশার নাম মেহেদী হাসান রনি সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার - Dainik Chattagram Live

ধানের শীষে কোটচাঁদপুর-মহেশপুরে আশার নাম মেহেদী হাসান রনি সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার


Osman Goni প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন /
ধানের শীষে কোটচাঁদপুর-মহেশপুরে আশার নাম মেহেদী হাসান রনি  সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দৈনিক চট্টগ্রাম লাইভ সংবাদ

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এখানকার রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে জাতীয়তাবাদী রাজনীতির গৌরবগাথা। সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টারের নাম এখানকার মানুষ এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর হাত ধরেই কোটচাঁদপুর-মহেশপুরে এক সময় উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ নানা খাতে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছিল, তা আজও মানুষ ভুলতে পারেনি এ আসনের ভোটাররা।সেই শহিদুল ইসলাম মাস্টারের বড় ছেলে মোহাম্মদ মেহেদী হাসান রনি এবার বাবার অসমাপ্ত কাজ ও জনগণের স্বপ্ন পূরণের লক্ষ্যেই রাজনীতির ময়দানে নামছেন পুরোদমে।রাজনীতির মাঠে মেহেদী হাসান রনি নতুন হলেও তাঁর পরিচিতি আজ আর শুধু ‘শহিদুল মাস্টারের ছেলে’ পরিচয়ে আটকে নেই। এলাকায় ঘুরলে মানুষ বলছে, ‘তিনি বাবার মতোই সহজ-সরল, মানুষের প্রতি দরদি।’ মহেশপুর ও কোটচাঁদপুরে তাঁর নেতাকর্মীরা যেমন সংগঠনের কাজে বিশ্বাস রাখে, তেমনি সাধারণ মানুষ তাকে দেখে একজন ভরসার জায়গা হিসেবে। খেটে খাওয়া কৃষক, শ্রমিক থেকে শুরু করে, শিক্ষক-ছাত্র, দিনমজুর, গৃহবধূ—সবাই জানে, কোনো সমস্যা হলে রনির কাছে গেলে খালি হাতে ফিরতে হয় না।মেহেদী হাসান রনির পিতা শহিদুল ইসলাম মাস্টার এই আসন থেকে বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর সময়ে কোটচাঁদপুর-মহেশপুরে স্কুল-কলেজ প্রতিষ্ঠা, সড়ক উন্নয়ন, বিদ্যুৎ সংযোগসহ নানামুখী কাজ হয়েছে। সেই স্মৃতি মানুষ এখনো লালন করে। বাবার রাজনৈতিক আদর্শ ও জনসেবার পথকে অনুসরণ করে মেহেদী হাসান রনি এগিয়ে যাচ্ছেন। তবে তিনি মনে করেন, শুধু বাবার নাম ভাঙিয়ে নয়, নিজের যোগ্যতা ও কাজ দিয়েই মানুষের মন জয় করতে হবে।বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যেখানে নেতাদের বিরুদ্ধে অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতির অভিযোগের ছড়াছড়ি,সেখানে ব্যতিক্রম মেহেদী হাসান রনি।তাঁর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো নেতিবাচক অভিযোগ বা বিতর্ক উঠেনি। এলাকাবাসীর মতে, রাজনীতিতে এমন স্বচ্ছ ও পরিচ্ছন্ন মানুষ খুব কম দেখা যায়। শিক্ষা, সততা আর মানুষের প্রতি ভালোবাসা নিয়েই তিনি মাঠে রয়েছেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করছেন মেহেদী হাসান রনি।গ্রামের পর গ্রাম, বাড়ির পর বাড়ি, দোকানের আড্ডা, হাট-বাজার—সব জায়গাতেই তিনি মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চাইছেন। শুধু রাজনৈতিক বক্তব্য নয়, মানুষের সুখ-দুঃখের খবর নিচ্ছেন, অসুস্থদের পাশে দাঁড়াচ্ছেন, ছাত্র-যুবকদের উদ্বুদ্ধ করছেন।নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি মানবিক কাজকর্মেও তিনি সক্রিয়।দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির অভ্যন্তরে কিছুটা ভাঙ্গন ও বিভক্তি লক্ষ্য করা যায়। এই বিভক্তি কাটিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে মেহেদী হাসান রনি নিরলস কাজ করছেন। তিনি বিশ্বাস করেন,দলকে সংঘবদ্ধ করেই মাঠে নামতে হবে। এজন্য তিনি তরুণ-যুবক, প্রবীণ, অভিজ্ঞ সবাইকে একত্রে নিয়ে সংগঠনের ভিত শক্ত করতে চান।মহেশপুর-কোটচাঁদপুরের সাধারণ মানুষের আশা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হবেন মেহেদী হাসান রনি।স্থানীয় বাজার, চায়ের দোকান, হাট-বাজারে ঘুরলে শোনা যায়, ‘যদি রনি ভাই মনোনয়ন পান, তাহলে বাবার অসমাপ্ত কাজগুলো তিনি শেষ করতে পারবেন।ভবিষ্যতে সুযোগ পেলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান রনি জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেবেন। সড়ক-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা, যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে কাজ করবেন। তিনি বলেন, “আমার বাবা যা শুরু করেছিলেন, আমি তা সম্পূর্ণ করবো। আমি চাই, আমাদের এলাকা শুধু ঝিনাইদহ নয়, পুরো দেশের জন্য উন্নয়নের মডেল হোক।”

ঝিনাইদহ-৩ আসনের রাজনীতি এখন ক্রমেই জমে উঠছে। বিএনপির ঘাঁটি এই আসনে মেহেদী হাসান রনির মতো একজন সৎ, শিক্ষিত ও জনপ্রিয় নেতার উত্থানে নতুন করে আশা দেখছেন সাধারণ মানুষ। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সক্ষম হলে, বাবার মতোই রনিও হয়ে উঠতে পারেন কোটচাঁদপুর-মহেশপুরের নতুন রূপকার।