Kamal Image চট্টগ্রাম নগরীর রুৌফাবাদ স্বামী স্ত্রী কে হত্যা পর মরদেহ কে ১১ টুকরো করে পালিয়ে যায়। - Dainik Chattagram Live

চট্টগ্রাম নগরীর রুৌফাবাদ স্বামী স্ত্রী কে হত্যা পর মরদেহ কে ১১ টুকরো করে পালিয়ে যায়।


Osman Goni প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন /
চট্টগ্রাম নগরীর রুৌফাবাদ স্বামী স্ত্রী কে হত্যা পর মরদেহ কে ১১ টুকরো করে পালিয়ে যায়।

১১ জুলাই  শুক্রবার  দৈনিক চট্টগ্রাম লাইভ 

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী সুমন তাকে হত্যা করেন। পরে মরদেহ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যান তিনি। সুমনের পেশা গাড়িচালক বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে বিষয়টি পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ফ্ল্যাটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে, পলাতক স্বামী সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।