Kamal Image চট্টগ্রাম মীরসরাইয়ে এগারো হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৬ জন হিজড়া গ্রেফতার - Dainik Chattagram Live

চট্টগ্রাম মীরসরাইয়ে এগারো হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৬ জন হিজড়া গ্রেফতার


Osman Goni প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ২:১৭ অপরাহ্ন /
চট্টগ্রাম মীরসরাইয়ে এগারো হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৬ জন হিজড়া গ্রেফতার

দৈনিক চট্টগ্রাম লাইভ
মিরসরাই,প্রতিনিধিঃ
১৩ ই জুলাই ২০২৫ ইং মীরসরাই থানার অফিসার ও ফোর্স কর্তৃক ১১৫০০ এগারো হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৬ জন তৃতীয় লিঙ্গের মানুষ
(হিজড়া) গ্রেফতার।

১৩/০৭/২০২৫ ইং মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক মীরসরাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এস আই সায়েদুর রহমান
স্পেশাল-২ ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে , চট্টগ্রাম টু ঢাকাগামী “শ‍্যামলী পরিবহন” বাস যোগ কতিপয় ব‍্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট‍্যাবলেটসহ ঢাকায় যাচ্ছে । উক্ত বাসটিকে ( ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫ ) ঘটনাস্থলে দেখে সিগনাল দিলে বাসটি থামলে ৬জন হিজড়া বাস থেকে নামার চেষ্টাকালে তাদের আটক করেন । আটককৃত ব‍্যক্তিদের উপস্থিত সাক্ষীদের সম্মুখে মহিলা পুলিশ দ্বারা তল্লাশি কালে তাদের কোমরের সাথে স্কচটেপ দ্বারা বাঁধা অবস্থায় ৫ জন হিজড়ার সাথে ২০০০ হাজার করে মোট ১০০০০(দশ হাজার এবং অপর ১জন হিজড়ার সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় ১৫০০( পনেরো শত) সহ সর্বমোট ১১৫০০( এগারো হাজার পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট‍্যাবলেট পেয়ে অদ‍্য ১৩/০৭/২০২৫ ই সময়-১৬ঃ৩০ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

উদ্ধার-১১৫০০( এগারো হাজার পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট‍্যাবলট।
ধৃত হিজড়াদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই চলমান

গ্রেফতার: ৬ জন আসামী, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া)

মামলা রুজু প্রক্রিয়াধীন