বিশেষ প্রতিনিধি : এস এম ওসমান গনি দৈনিক চট্টগ্রাম লাইভ
চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.)-এর ১৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিতে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৬-১৯ আগস্ট পর্যন্ত চারদিনব্যাপী এ পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হবে মাইজভাণ্ডার দরবার শরীফে। বুধবার (৬ আগস্ট) রাতে দরবার শরীফের সেমিনার হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী।
সভায় ওরশ উপলক্ষে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা, যান চলাচল, স্যানিটেশনসহ সার্বিক ব্যবস্থাপনায় দিকনির্দেশনা দেওয়া হয়। মেলায় কোনো প্রকার জুয়া, সার্কাস বা অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়।
সভায় বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক ভক্ত আশেকানদের অংশগ্রহণে ওরশ শরীফ হবে সফল ও সুশৃঙ্খল।
আপনার মতামত লিখুন :