Kamal Image চট্টগ্রাম মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত - Dainik Chattagram Live

চট্টগ্রাম মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত


Osman Goni প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন /
চট্টগ্রাম মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

কমল পাটোয়ারি,মীরসরাই প্রতিনিধিঃ

দৈনিক চট্টগ্রাম লাইভ

মীরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে উদ্ধারকারী টিম এসে চাকা লাইনের ওপর তোলার কাজ শুরু করেছে।শনিবার (৩০ আগস্ট ) দুপুর ১২টায় উপজেলার খইয়াছরা ইউনিয়নের বারতাকিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।‎বারতাকিয়া রেল স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।বারতাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকারী টিম এসে চাকা লাইনের উপর তুলতে সক্ষম হয়েছে৷