মুহাম্মদ নুরুল আলম রেজা
প্রতিনিধি,আনোয়ারা উপজেলা
দৈনিক চট্টগ্রাম লাইভ সংবাদ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে ভোলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আবু তৈয়বের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের ওয়েষ্টার্ণ পাড়া হয়ে বাংলাস্কুল মোড়ে এসে শেষ হয়।
এ সময় বক্তারা ভিপি নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই দিল্লির প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না।
একইসঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিসহ ১৪ দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। না হয়, আরো কঠিন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বক্তারা। এছাড়া বক্তরা স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবী করেন ভোলার নেতৃবৃন্দ।
এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে শুক্রবার রাতেই মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা
আপনার মতামত লিখুন :