Kamal Image বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার - Dainik Chattagram Live

বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার


Osman Goni প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন /
বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

 

মুহাম্মদ নুরুল আলম রেজা
প্রতিনিধি,আনোয়ারা উপজেলা
দৈনিক চট্টগ্রাম লাইভ সংবাদ

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে কেশবপুর ইউনিয়নের ফাজিল পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক যুবকের নাম হাসান গাজী (২৫)। তিনি ওই গ্রামের হালিম গাজির ছেলে। স্থানীয়ভাবে তিনি “চায়না হাসান” নামে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসানের প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।