এম রায়হান উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি
দৈনিক চট্টগ্রাম লাইভ সংবাদ
ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল গ্রামের এক কিশোর শহরে কাজের তাগিদে গিয়ে চিরবিদায় নিল। মাত্র সতেরো বছর বয়সী মুহাম্মদ রায়হান জীবনের সোনালি স্বপ্ন নিয়ে পরিবারকে সহায়তা করতে শহরে এসেছিল, কিন্তু সেখানেই ঘটল মর্মান্তিক পরিণতি।
গত ৮ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি ছয়তলা ভবনে গ্লাস ফিটিংসের কাজ করার সময় দুর্ঘটনায় পড়ে যায় রুহান। ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সন্ধ্যার দিকে মৃ/ত্যু/র কোলে ঢলে পড়ে রুহান।
নিহতের মামা জানান, রুহান প্রতিদিনের মতোই সকালে কাজে বের হয়েছিল। গ্লাস ফিটিংসের ঝুঁকিপূর্ণ কাজ করলেও কখনো ভেবেছিলেন না, এভাবে হঠাৎ করেই শেষ হয়ে যাবে তার জীবনের সব আশা-আকাঙ্ক্ষা।
অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল রায়হান। পড়াশোনার পাশাপাশি স্বপ্ন দেখত সংসারে সুখ-সমৃদ্ধি আনার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার অকাল মৃ/ত্যু/তে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার-পরিজনসহ পরিচিতজনরা বারবার অশ্রুসিক্ত নয়নে প্রশ্ন করছেন“এত তাড়াতাড়ি চলে গেল কেন রুহান?
এক কিশোরের স্বপ্নভঙ্গের এই করুণ ঘটনা আবারও মনে করিয়ে দিল, শহরের ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে জীবনের নিরাপত্তা কতটা উপেক্ষিত থেকে যায়।
আপনার মতামত লিখুন :