

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের ৩১ মার্চ প্রযন্ত সার বিক্রি করতে পারবেন,এরপর বাতিল হবেন এই আদেশ বাতিল ও পূর্বের অনুমোদন বহাল রাখা ও ও টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নিতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে খুচরা ডিলাররা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহশপতিবার (০৪ ডিসেম্বর) সাড়ে ১২ টায় সীতাকুণ্ড উপজেলা চত্বরে এক মানববন্ধন পালন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ, সীতাকুণ্ড শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলার খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধি ও এসোসিয়েশনের সভাপতি মো: জসিম উদ্দীন মানিক তার বক্তব্যে বলেন, সরকার ইউনিয়ন ও ওয়ার্ডে কার্ডধারী সারাদেশে প্রায় ৪৫ হাজার খুচরা ব্যবসায়িদের সাথে কোন প্রকার আলোচনা না করে এর নিতিমালা ২০২৫ বাস্তবায়নের জোরালো প্রতিবাদ জানান। এমন হটকারিতা সিদ্ধান্ত খুচরা ব্যবসায়িরা কখনো মেনে নিবেন না। এই নীতিমালা বাস্তাবায়ন হলে দীর্ঘদিন ধরে ব্যবসা করা প্রায় দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রাতা ও তাদের পরিবারে হতাশা নেমে আসবে।সীতাকুণ্ডেই রয়েছে ৯০ জন খুচরা সার বিক্রেতা ডিলার। দেশের প্রায় ৫ কোটি কৃষক খুচরা ব্যবসায়ীদের সেবা নিয়ে আসছে।ব্যবসায়ী ও কৃষকগন তাদের পরিবারের জীবিকার ব্যবস্হা করছে। এই ডিলারদের সাথে আলোচনা করে ২০২৫ এর নীতিমালা সংশোধন ও টিও ডিলার প্রদান করার দাবি জানান খুচরা সার বিক্রেতাগন।
সার ডিলার মোঃ জাফর আহমদ
বলেন,খুচরা সার বিক্রেতা ব্যবসায়ীরা কৃষকদের কাছে লক্ষ লক্ষ টাকা বকেয়া রয়ে গেছে,কৃষকরা বাকিতে সার নিয়ে যায়,কৃষি পণ্য বিক্রি করে পরিশোধ করে থাকে, অনেকে বছর বাকিতে ও সার বিক্রি করে থাকেন।তাদের সার বিক্রি বন্ধ হয়ে গেলে এই বকেয়া পাওয়া দূর্সাধ্য হয়ে পড়বে।
খুচরা ডিলাররা মানববন্ধনে বক্তব্য রাখেন, সর্ব ডিলার জাফর,কামাল হোসেন, মহি উদ্দীন, পলাশ নাথ,মো: মহিউদ্দীন, সোহেল রানা, প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম স্মারকলিপি গ্রহনকালে বলেন, স্মারকলিপি দিয়ে যান,দেখাযাক আলোচনা করে কি করতে পারি আপনাদের জন্য।আমি চেষ্টা করবো।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ জানায়,সরকার নীতিমালা করেছে আমরা পালন করছি, তবে আপনাদের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আলোচনা করবো।
#######
কাইয়ুম চৌধুরী
সীতাকুণ্ড,চট্টগ্রাম
মোবাইল ০১৮১৭৭৩৭৩৬০
০৪,১২,২০২৫ ইং
আপনার মতামত লিখুন :