Kamal Image চট্টগ্রাম, চন্দনাইশে স্ত্রীকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রাখলো স্বামী - Dainik Chattagram Live

চট্টগ্রাম, চন্দনাইশে স্ত্রীকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রাখলো স্বামী


Osman Goni প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন /
চট্টগ্রাম, চন্দনাইশে স্ত্রীকে হত্যা করে লাশ টয়লেটে লুকিয়ে রাখলো স্বামী

 

মুহাম্মদ নুরুল আলম রেজা
প্রতিনিধি,আনোয়ারা উপজেলা
দৈনিক চট্টগ্রাম লাইভ সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার ভোরে মোছাম্মৎ আরফি (১৯) নামের এ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্বামী মো: রিজুয়ান (৩০) কে। সে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের পুত্র রিজুয়ানের ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর পরিবারের লোকজন আরফিকে নির্যাতন করতো। স্থানীয়দের দাবি আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, স্বামী রিজুয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।