Kamal Image বিদ্যমান ‘বিশৃঙ্খলা’ সমর্থন করে না বিএনপি - Dainik Chattagram Live

বিদ্যমান ‘বিশৃঙ্খলা’ সমর্থন করে না বিএনপি


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ন /
বিদ্যমান ‘বিশৃঙ্খলা’ সমর্থন করে না বিএনপি
গণ-অভ্যুত্থানের ছয় মাস পর দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ‘বিশৃঙ্খল’ পরিস্থিতিকে সমর্থন করছে না বিএনপি। দলটি বলছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করাই এসব হামলার উদ্দেশ্য। নেতারা মনে করছেন, বিদ্যমান ঘটনা সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে, এই বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারে না।

এমন বাস্তবতায় আগামী সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি।

গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ সারা দেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, গণ-অভ্যুত্থানের ছয় মাস পরে এসে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই।