Kamal Image সীতাকুণ্ডে শীতাতাপ নিয়ন্ত্রীত সিকিউর সিটি শপিংএ দোকান বিক্রির উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলা উদ্বোধন - Dainik Chattagram Live

সীতাকুণ্ডে শীতাতাপ নিয়ন্ত্রীত সিকিউর সিটি শপিংএ দোকান বিক্রির উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলা উদ্বোধন


Osman Goni প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন /
সীতাকুণ্ডে শীতাতাপ নিয়ন্ত্রীত সিকিউর সিটি শপিংএ দোকান বিক্রির উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলা উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রথম অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটির মাসব্যাপী দোকান ভাড়া ও বিক্রয় উৎসব এর আনুষ্ঠানিক উদ্ভোধন সম্পন্ন।

সোমবার সকাল ১১ টায় এ উদ্ভোধন কর্মসূচির উদ্ভোধন করা হয়। পৌরসভার সাবেক কমিশনার রায়হান উদ্দিনের সঞ্চালনায় এসময় বেলুন ও পিতা কেটে মেলার উদ্বোধন করেন সিকিউর সিটি প্রপার্টি ম্যানেজম্যান্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান, এতে আরো উপস্থিত ছিলেন, ভাইস-চেয়ারম্যান আখতার হোসাইন মামুন, পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন ভূইয়া , সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সীতাকুণ্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গণি, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, জামায়াতের সেক্রেটারি মো. তাহের, পৌর বিএনপির সেক্রেটারি সালে আহমেদ সলু, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুলাহ আল কাইয়ুমসহ সিকিউর সিটি ব্যবসায়িক কমিটির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিকিউর সিটি দোকানগুলোর বিক্রি বৃদ্ধি, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং ক্রেতাদের জন্য একটি নিরাপদ কেনাকাটার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, মেলার মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা প্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারবে, অন্যদিকে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন।

মেলায় ইলেকট্রনিক্স, হোম সিকিউরিটি ডিভাইস, নজরদারি ক্যামেরা, গ্যাজেট, স্মার্ট লকসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের স্টল স্থান পেয়েছে। ছাড়, বিশেষ অফার, ডেমো প্রদর্শনী, এবং ক্রেতা-সেবা কাউন্টার মেলাকে আরও প্রাণবন্ত করেছে।
আয়োজক কমিটি জানায়, পুরো মাস জুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সপ্তাহের বিভিন্ন দিনে থাকবে বিশেষ ছাড় ও লটারি ড্রসহ আকর্ষণীয় ইভেন্ট।
উদ্বোধনী দিনে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ জমে ওঠে।
########
কাইয়ুম চৌধুরী
সীতাকুণ্ড,চট্টগ্রাম
মোবাইল ০১৮১৭৭৩৭৩৬০
০১,১২,২০২৫ ইং