Kamal Image চট্টগ্রাম হাটহাজারীতে সড়ক দুর্ঘনায় ফটিকছড়ির মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু - Dainik Chattagram Live

চট্টগ্রাম হাটহাজারীতে সড়ক দুর্ঘনায় ফটিকছড়ির মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু


Osman Goni প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন /
চট্টগ্রাম হাটহাজারীতে সড়ক দুর্ঘনায় ফটিকছড়ির মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম হাটহাজারীতে সড়ক দুর্ঘনায় ফটিকছড়ির মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
=============================
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.সিরাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালের দিকে অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের ফতেয়াবাদস্থ বালুর টাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার মাওলানা জালাল উদ্দীনের বাড়ীর মৃত মনির হোসেনের পুত্র। তবে তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটার দিকে চাকরি শেষে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ এলাকার ভাড়া বাসায় ফেরার সময় ফতেয়াবাদস্থ বালুর টাল নামক স্থানে পৌঁছালে যাত্রীবাহী বাস পেছন থেকে সিরাজুল ইসলামের বাইককে চাপা দিলে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশেপাশের লোকজন গুরুতর আহতকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাবরিনা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে রাউজান গহিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করেন।

সাবেক কর্মস্থল বিক্রয় ও বিতরণ বিভাগ হাটহাজারী বিদ্যুৎ অফিসে মাস্টার রুলে কর্মরত মিটার রিডার আবদুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সহকর্মী সিরাজুল ইসলাম পূর্বে হাটহাজারী বিদ্যুৎ অফিসে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। তিন সন্তানের পিতা সিরাজ ভাই বর্তমানে শিকলবাহা ৫০ মেঘাওয়াট পিকিং প্লান্টে মাস্টার রুলে কর্মরত ছিলেন।

রাউজান হাইওয়ে থানার এস আই ফখরুদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।