Kamal Image ঝিনাইদহে ৭ শিং বিশিষ্ট গরুর সন্ধান সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার - Dainik Chattagram Live

ঝিনাইদহে ৭ শিং বিশিষ্ট গরুর সন্ধান সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার


Osman Goni প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন /
ঝিনাইদহে ৭ শিং বিশিষ্ট গরুর সন্ধান সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দৈনিক চট্টগ্রাম লাইভ সংবাদ

হাজারীখিলে অবমুক্ত চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ৩৩ অজগরের ছানা
চট্টগ্রাম

৭ শিং বিশিষ্ট গরুর সন্ধান মিলেছে কোটচাঁদপুরে। এ অস্বাভাবিক গরুটির ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় দর্শনার্থীদের ভিড় জমছে উপজেলার বহরমপুর গ্রামে।
গরুর মালিক মোশারফ হোসেন বলেন,দীর্ঘদিন ধরে আমি গরু পালন করে আসছি। এর আগে কখনো গরুর এমন ৭ শিং দেখিনি। তিনি বলেন, গেল দুই বছর আগে গরুটি জন্ম গ্রহন করেন। এই গরুটি স্বাভাবিক গরুর মতই ছিল।
গরুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিং ও বাড়তে থাকে গরুটির। নিজেদের গরুর গাভি থেকে প্রথমে বাছুরটি জন্ম গ্রহণ করে। আস্তে আস্তে বছুর বড়ো হওয়ার সাথে দুইটি শিং দেখা যায় মাথায়। এর ৬ মাস পর দেখা যায় আরো দুইটি শিং। এর কয়েক মাস পর দেখা যায় আরো দুটি শিংয়ের।বর্তমানে গরুরটির মাথায় ৭টি শিং শোভা পাচ্ছে। তবে আরও শিং গজাতে পারে বলে মনে করছেন গরুর মালিক মোশারফ হোসেন। ওই গ্রামের শিপন মন্ডল জানান,এমন অস্বাভাবিক গরু সচারাচর দেখা যায় না। ছোটবেলা থেকে লালন পালন করেছেন গরুর মালিক মোশারফ হোসেনের স্ত্রী। এ গরুটির কথা এলাকায় জানাজানি হয়ে পড়ায়,প্রতিনিয়ত গরুটি দেখতে দর্শণার্থীরা ভিড় করছেন তাদের বাড়িতে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান বলেন, এটা জন্মগত হতে পারে। তিনি উদাহরন দিয়ে বলেন,যেমন মানুষের হাতে পায়ে বাড়তি আঙ্গুল গজায়। ঠিক তেমন আর কি। এটা একটা বিশেষ গরু। ওই বিশেষ গরুটি দেখার আগ্রহও প্রকাশ করলেন ওই কর্মকর্তা।
সাইফুল ইসলাম
ঝিনাইদহ