এস এম ওসমান গনি দৈনিক চট্টগ্রাম লাইভ প্রতিনিধি
==============
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে যুবদলের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে উঠেছিল নারায়ণহাট এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি, দেশে চলমান আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং জনগণের ভোটাধিকার হরণে সরকারের নীতির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়।
১৫ জুলাই বিকেলে ভূজপুর থানা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় সভাপতিত্ব করেন ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শহিদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী।
বক্তারা বলেন, তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার হরণের একটি সুপরিকল্পিত নীলনকশা বাস্তবায়ন করছে সরকার। এসবেরই অংশ হিসেবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য বাড়ানো হচ্ছে। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য একরামুল হক বাবুল, নুরুল ইসলাম তালুকদার, বোরহান উদ্দিন মেম্বার, এয়াকুব শহিদ প্রমুখ।
এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :